কারও স্বামী যদি পরকিয়ায়
আসক্ত হয়ে থাকেন তার জন্য উপদেশ :
·
সবথেকে ভাল স্বামীকে ত্যাগ করা। কিন্তু সেটা আপনার এবং সন্তানের
ভবিষ্যতের জন্য কতটা সমস্যা তা ভাবুন।
·
যদি ত্যাগ করতে না পারেন তবে উপরে বর্ণিত পরকিয়ায় নেশাগ্রস্তদের উপদেশ
অনুযায়ী আপনার স্বামীকে পাল্টানোর চেষ্টা করুন।
·
সবসময় সেজেগুজে থাকুন।
·
নিজেরকে সেক্সি হিসেবে উপস্থাপন করুন।
·
এমন কিছু সেক্সি পোশাক তৈরি করুন যেগুলো আপনার স্বামীর সামনেই কেবল
পরিধার করবেন।
·
গান শিখুন এবং স্বামীকে গান শুনান।
·
নাচ শিখুন। স্বামীর পছন্দের ঝাকানাকা গান ছেড়ে দিয়ে স্বামীর সামনে
নাচবেন।
·
স্বামীর সামনে কথায় কথায় হাসবেন।
·
স্বামীয় সামনে খাই খাই সেক্সি আচরণ করুন।
·
স্বামীকে সবসময় উত্তেজিত করে রাখার চেষ্টা করুন।
·
স্বামীকে ভাল ভাল উপহার কিনে দিন।
·
আপনার বাবার বাড়ির আত্মীয়দের সাথে আপনার স্বামীর ঘনিষ্টতা বাড়িয়ে
তুলুন।
·
আপনার শ্বশুর বাড়ির লোকদের কাছে অত্যন্ত প্রিয় পাত্রী হয়ে উঠুন।
·
সবসময় সৃষ্টিকর্তার নাম নিন।
No comments:
Post a Comment