মানব পাচারের শিকার অধিকাংশই পুরুষ। মোট পাচারের ৭৪ শতাংশ পুরুষ, ১৭ শতাংশ
নারী এবং ৯ শতাংশ শিশু। পুলিশ সদর দপ্তরের মানব পাচার পর্যবেক্ষণ সেলের
প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে
'বিশ্ব মানব পাচারবিরোধী দিবস' শীর্ষক এক আলোচনা সভা হয়। ইউএসএইড বাংলাদেশ,
উইনরক ইন্টারন্যাশনাল, ইউএনওডিসি, ইউএনএইচসিআর, ব্র্যাক, জাস্টিস অ্যান্ড
কেয়ার, বিএনডবি্লউএলএ, ওকাফসহ ১৫টি সংগঠনের আয়োজনে গণসাক্ষর অভিযান, তথ্য
প্রদর্শনী ও আলোচনা সভা হয়।
উলি্লখিত প্রতিবেদন অনুযায়ী, ২০১২-১৫ সাল পর্যন্ত চার হাজার ৪৫০ পুরুষ, এক
হাজার নারী এবং ৫৪২ শিশু পাচারের শিকার হয়েছে। ২০১২ সালে মানব পাচার
সংক্রান্ত আইন হওয়ার পর সে বছর ৩৪২ জন পাচার থেকে রক্ষা পেয়েছে। ২০১৩ সালে
৩৭৭, ২০১৪ সালে ৬৮২ এবং ২০১৫ সালে এক হাজার ২৮ জন পাচার হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ওমর ফারুক বলেন, প্রায় দশ বছর
ধরে মানব পাচার আলোচনায় এসেছে। বিষয়টি জাতির জন্য লজ্জাজনক। এটি জঘন্যতম
কাজ। মানব পাচার রোধে শুধু
সচেতনতা দিয়ে কাজ হবে না, আন্দোলন গড়ে তুলতে হবে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আমিনুল ইসলাম বলেন, মানুষ
কেন পাচার হচ্ছে? এর কারণটি সবার আগে চিহ্নিত করতে হবে। একই সঙ্গে আর্থিক
সংকটে ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও বেকারদের জন্য কর্মসংস্থানের
ব্যবস্থা করতে হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সেন্টার ফর ওমেন অ্যান্ড চিলড্রেন
স্টাডিসের (সিডবি্লউসিএস) সভাপতি অধ্যাপক ইসরাত শামীম। স্বাগত বক্তব্য
রাখেন টেরে ডেস হোমসের (নেদারল্যান্ডস) কান্ট্রি ডিরেক্টর মাহমুদুল কবির।
মানব পাচার শিকারের ৭৪ শতাংশই পুরুষ
মানব পাচার শিকারের ৭৪ শতাংশই পুরুষ
No comments:
Post a Comment