ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান ও চরমোনাই দরবার শরিফের পীর হজরত
মাওলানা মুফতি সৈয়দ মোঃ রেজাউল করীম বলেছেন, আল্লাহতায়ালা নারী ও পুরুষকে
সৃষ্টি করেছেন। সৃষ্টির সময়ই নারীদের মাথায় পুরুষের চেয়ে বুদ্ধি (ঘিলু) কম
দিয়েছেন বিধায় নারীদের সমঅধিকার দাবি অযৌক্তিক। এ দেশে কয়টা নারী আর কয়টা
পুরুষ নির্যাতন হয় তা আমি জানি। দেশে নারীদের চেয়ে পুরুষরা বেশি নির্যাতিত
হচ্ছে। নারী নির্যাতনের পাশাপাশি পুরুষ নির্যাতন আইন হওয়া উচিত।
আমরা ক্ষমতায় এলে পুরুষ নির্যাতন আইন পাস করব। শুক্রবার রাতে
বরিশালের গৌরনদী উপজেলার টরকীবন্দর ভিক্টোরি মাধ্যমিক বিদ্যালয় মাঠে
ওয়াজমাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। টরকীবন্দর
মুজাহিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে ওয়াজমাহফিলে এসএম নজরুল আমীন মন্টুর
সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মাদারীপুর পুলিশ লাইন জামে মসজিদের প্রধান
খতিব হজরত মাওলানা আনোয়ার-উল-ইসলাম জিহাদী। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ
থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়া হবে ঘোষণা দেয়া
হয়। বক্তব্য শেষে চরমোনাইর পীর বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের দলীয়
মনোনীত প্রার্থী মেহেদী হাসানকে মুসল্লিদের মাঝে পরিচয় করিয়ে দেন।
No comments:
Post a Comment