Wednesday, January 18, 2017

পুরুষ ধর্ষণ বাড়ছে Male rape is increasing

ধর্ষণের আতঙ্ক বাড়ছে অস্ট্রেলিয়ায়। তবে নারী নয়, এবার ভয়ে সিঁটিয়ে রয়েছেন পুরুষরা। বিশেষত বালক এবং কিশোরদের ওপরে ধর্ষণের হার হু হু করে বাড়ছে। কখনো মাদক ব্যবহার করে আবার কখনো অস্ত্র দেখিয়ে রাতের অন্ধকারে রাস্তা থেকে তুলে নেয়া হচ্ছে শিকার। তারপরে চলন্ত গাড়িতে করা হচ্ছে ধর্ষণ। গত সপ্তাহে ফের এমন একটি ধর্ষণের অভিযোগ নথিবদ্ধ করা হয়েছে। পুলিশ জানিয়েছে সিডনিতে রাতে জনহীন রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল একটি কিশোর। ১০ জনের একটি মেয়েদের দল তার পিছু নেয়।
কিছুক্ষণ পরেই তাকে ঘিরে ফেলে নারী দুষ্কৃতিদের ওই দলটি। তারপরে গলার সামনে ছুরি ধরে তাকে একটি পার্কে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। সুযোগ পেয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই ছেলেটি। এরপর পুলিশের কাছে অভিযোগও করা হয়। ছেলেটিকর বর্ণনার ভিত্তিতে ওই নারী দু্ষ্কৃতিদের ছবি আঁকানো হয়েছে। তবে কিশোরটি জানিয়েছে। অন্ধকার থাকায় মেয়েগুলির মুখ ঠিক করে দেখতে পায়নি সে। তবে অধিকাংশ দুষ্কৃতির বয়স ১৭ থেকে ২১ এর মধ্যে।
সূত্র: আজকাল

No comments:

Post a Comment